১৯৭৪ইং সনে আচমিতা রায় বাড়ির শ্রী জ্ঞানেন্দ্র নাথ রায় পিতাঃ স্বর্গীয় রায় সাহেব কেদার নাথ রায় সেক্রেটারী, আচমিতা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় নামে ০.৪২ শতাংশ জমির সাফ খাওলা দলিল হস্তান্তর করেন। সঠিক তদারকি ও নেতৃত্ব না থাকায় বিদ্যালয়টি তখন প্রতিষ্ঠিত না হয়ে ০১/০১/১৯৮৮ইং সন হইতে তদকালিন ৬নং আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন (বি.এ) সাহেবের হাত ধরে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। তিনি উক্ত আচমিতা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ববার গ্রহন করেন এবং বিদ্যালয়ের নামে আরো জমি ক্রয় করেন। ০১/০১/১৯৯১ইং সনে বিদ্যালয়টি জুনিয়র স্কুল হিসাবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ০১/০১/১৯৯৪ইং সন হইতে উচ্চ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয় হইতে ১৯৯৫ইং সনে প্রথম এস.এস.সি পরীক্ষা দেওয়া হয়। ইহাতে বিদ্যালয়টি ঈর্ষান্বিত ফলাফল লাভ করে। এলাকার চাহিদার প্রেক্ষিতে ২০১৫ ইং সনে বিদ্যালয়টিতে সহশিক্ষা কার্যক্রম চালু করা হয়। স্কুলটি কিশোরগঞ্জ- ভৈরব হাইওয়ের পার্শ্বে আচমিতা বাজার সংলগ্ন মনোরম পরিবেশে অবস্থিত।
বিদ্যালয়েকটি কম্পিউটার ল্যাব রহিয়াছে। যাহা দক্ষ আইসিটি শিক্ষক এবং ল্যাব অপারেটর দ্বারা পরিচালিত হইয়া আসিতেছে। যেখান থেকে প্রতিদিন ই শিক্ষার্থীরা বিভিন্ন প্রোগ্রামিং দক্ষতা অর্জন করে নিজেকে অভিজ্ঞ, কর্মক্ষম ও বৈশ্বিক যোগ্যতা সম্পন্ন নাগরিক হিসাবে গড়িয়া তুলতে পারবে।

Scroll to Top